এতো ভ্যাকসিন ভারত কোত্থেকে নিচ্ছে?

এতো ভ্যাকসিন ভারত কোত্থেকে নিচ্ছে?

শওগাত আলী সাগর

করোনার ভ্যাকসিন সংগ্রহে বাংলাদেশের প্রতিবেশি রাষ্ট্র ভারত এখন বিশ্বের ‘বিগ প্লোয়ার’দের একটি। এখন পর্যন্ত দেশটি মোট ১.৬ বিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহের চুক্তি করেছে। এতো ভ্যাকসিন তারা কোত্থেকে নিচ্ছে?

ভারতের সিরাম ইন্সটিটিউট যে অক্সফোর্ড- অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন প্রস্তুত করছে- সেই ভ্যাকসিনটি ভারত সরকার নিচ্ছে মাত্র ৫০০ মিলিয়ন ডোজ। বাংলাদেশও এখন পর্যন্ত কেবল এই ভ্যাকসিনের আশায়ই বসে আছে বলে মিডিয়ায় প্রকাশিত খবর থেকে ধারনা পাওয়া যায়।

ভারত সবচেয়ে বেশি পরিমান ভ্যাকসিন নিচ্ছে আমেরিকান কোম্পানি নোভাভ্যাক্স থেকে। নোভাভ্যাক্সের সাথে ভারতের চুক্তি হয়েছে ১ বিলিয়ন ডোজ ভ্যাকসিনের। রাশিয়ার স্পুটনিকের ভ্যাকসিনটি নেবে ১০০ মিলিয়ন ডোজ।


আরও পড়ুন: এদের অনেকেই গণবিচ্ছিন্ন ও কাপুরুষ


উল্লেখ করা দরকার, ভ্যাকসিনের বিষয়টি ভারত পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণেই রেখেছে বলে জানা যায়।

নাগরিকদের করোনার ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করতে আগাম পয়সা দিয়ে ১.৬ বিলিয়ন ডোজ ভ্যাকসিন প্রাপ্তির জন্য চুক্তি করে রেখেছে।

শওগাত আলী সাগর, প্রধান সম্পাদক, নতুন দেশ, কানাডা

news24bd.tv আহমেদ