গ্রামে সামাজিক বৈষম্য প্রকট: পরিকল্পনামন্ত্রী

গ্রামে সামাজিক বৈষম্য প্রকট: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল লক্ষ্য পিছিয়ে থাকা জনগোষ্ঠিকে উন্নয়নের আওতায় নিয়ে আসা। তবে গ্রামে এখনো সামাজিক বৈষম্য প্রকট যা দুর করতে কাজ করছে সরকার।  

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সিভিক এনগেজমেন্ট অ্যালায়েন্স- কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।  

তিনি বলেন, দারিদ্র্য দুর করতে সরকারের বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

নেদারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইকো কনসোরটিয়াম  অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।


আরও পড়ুন: সরকারি চাকরিজীবীদের ডোপটেস্ট বাধ্যতামূলক হচ্ছে


সিভিক এনগেজমেন্ট অ্যালায়েন্স এর এই কার্যক্রম ২০১৬ থেকে ২০২০ মেয়াদকালে বাস্তবায়ন করা হয়। এই কর্মসূচীর মাধ্যমে ৩৪ শতাংশ নারী ক্ষুদ্র উৎপাদক হিসেবে ঋণ প্রাপ্তি, ১১ হাজার ৩২৬ জন প্রান্তিক চাষী ও প্রতিবন্ধী ব্যক্তি সরকারের প্রচলিত সামাজিক সুরক্ষা নীতির আওতায় বিভিন্ন স্কিমে সুবিধা পেয়েছে। এছাড়াও ভূমিহীন ও মৎস্যজীবী সংগঠনের মাধমে নারীদের সংগঠিত করাসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

news24bd.tv আহমেদ