চীন ও রাশিয়ার যৌথ মহড়া

চীন ও রাশিয়ার যৌথ মহড়া

আন্তর্জাতিক ডেস্ক

জাপান সাগর ও পূর্ব চীন সাগরের আকাশে যৌথ বিমান মহড়া চালিয়েছে চীন ও রাশিয়া। দুই দেশের কৌশলগত বোমারু বিমানগুলো এতে অংশ নেয়। গত এক বছরের মধ্যে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্বিতীয়বার এ ধরনের মহড়া অনুষ্ঠিত হলো।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, রাশিয়ার দুইটি TU-95-MS এবং চীনের চারটি H-6K কৌশলগত বোমারু বিমান এই যৌথ মহড়ায় অংশ নিয়েছে।

জানায়, রাশিয়ার অ্যারোস্পেস ফোর্স এবং চীনের পিপলস লিবারেশন আর্মির বিমান বাহিনী এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দূরপাল্লার বিমান দিয়ে দ্বিতীয়বারের মতো যৌথ মহড়া চালিয়েছে।


আরও পড়ুন: ভারতের সেনাবাহিনীকে পাকিস্তানের সেনাপ্রধানের হুমকি


মস্কো জানায়, দুই দেশের মধ্যকার সামরিক সহযোগিতা চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে এ মহড়া চালানো হয়েছে।   ‘তৃতীয় কোনও দেশকে টার্গেট করে’ এ মহড়া চালানো হয়নি বলে দাবী রাশিয়ার। যৌথ সামরিক বিমান দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় ঢুকে পড়েছে বলে সিউল প্রতিবাদ জানানোর পর, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিবৃতি দিয়েছে।

news24bd.tv আহমেদ

এই রকম আরও টপিক