চলে গেলেন বরেণ্য অভিনেতা আবদুল কাদের

চলে গেলেন বরেণ্য অভিনেতা আবদুল কাদের

নিজস্ব প্রতিবেদক

বরেণ্য অভিনেতা আবদুল কাদের আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ২০ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

এভারকেয়ার হাসপাতালের চিফ মেডিকেল অফিসার আরিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বেশ কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন আবদুল কাদের।

উন্নত চিকিৎসার জন্য গত ৮ ডিসেম্বর চেন্নাইতে নেওয়া হয় তাকে। সেখানকার হাসপাতালে পরীক্ষার পর ১৫ ডিসেম্বর তাঁর ক্যানসার ধরা পড়ে। চিকিৎসকেরা জানিয়েছিলেন, তাঁর অবস্থা সংকটাপন্ন, ক্যানসার সারা শরীরে ছড়িয়ে পড়েছে।


'মুক্তিযুদ্ধের ক্রেডিট আওয়ামী লীগ ছিনতাই করতে চায়'

বরিশালে যুবদলের সভায় হাতাহাতি ভাঙচুর

অপূর্ণতায় মানুষের মেরুদণ্ডটা নুয়ে পড়ে, ভেঙে যায় না


শারীরিক দুর্বলতার কারণে তাঁকে কেমোথেরাপি দেওয়া হচ্ছে না।

গত রোববার সন্ধ্যায় অভিনেতাকে ঢাকায় আনা হয়। পরদিন ২১ ডিসেম্বর তাঁর শরীরে করোনা শনাক্ত হয়।

আবদুল কাদের নাটক, বিজ্ঞাপন, চলচ্চিত্র-তিন মাধ্যমেই জনপ্রিয়। তিনি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নিয়মিত শিল্পী ছিলেন।

news24bd.tv নাজিম