উগান্ডায় নৌকাডুবিতে ২৬ জনের প্রাণহানি

উগান্ডায় নৌকাডুবিতে ২৬ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক

উগান্ডা ও কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র সীমান্তের আলবার্ট হ্রদে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত ২১ জনকে । নৌকাটিতে কয়েক ডজন যাত্রী ছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

গত বুধবার উগান্ডার এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছিল নৌকাটি। যাত্রাপথে ঝোড়ো বাতাসের কবলে পড়ে এটি ডুবে যায়।  

স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, নৌকাটিতে উগান্ডা ও কঙ্গো উভয় দেশের মানুষ ছিলেন।


সন্ধ্যায় বনানী কবরস্থানে আবদুল কাদেরের দাফন

অতিরিক্ত খুঁতখুঁতে আপনি ওসিডিতে আক্রান্ত নাতো?

আমরা একটা টানেলের ভেতর আছি


স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, প্রবল বাতাসের কারণে নৌকাটি পানিতে ডুবে যায়।

স্থানীয় কর্মকর্তা আশরাফ অরোমো বলেন, নৌকায় থাকা অন্তত ২১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

একজন মেরিন কর্মকর্তা বলেন, হ্রদে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কম এবং সে কারণে অহরহ এমন ঘটনা ঘটছে।

news24bd.tv নাজিম