সহজে করোনা শনাক্তের যন্ত্র আবিষ্কার

সহজে করোনা শনাক্তের যন্ত্র আবিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

নাকে মুখে কোনো কিট প্রবেশ না করিয়েই করোনা শনাক্তের একটি সহজ যন্ত্র আবিষ্কার করেছে ইন্দোনেশিয়া। যেকোনো ব্যাক্তি যন্ত্রটিতে বেলুন ফোলানোর মতো শ্বাস নিলেই আক্রান্ত থাকার বিষয়টি শনাক্ত করা যাবে।

জিনোস C19 নামের এই যন্ত্রটি ৯ মাসের প্রচেষ্টায় আবিষ্কার করেছেন ইন্দোনেশিয়ার গাদজা মাদা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। গেল ২৪ ডিসেম্বর যন্ত্রটির অনুমোদন দেয় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

আক্রান্ত রোগী নির্ণয়ে এটা ৯২ শতাংশ কার্যকর।

আর করোনা পজিটিভ নির্ণয়ে কার্যকর ৯৮ শতাংশ। শিগগির এটার বিপুল পরিমান উৎপাদন শুরু হবে। প্রাথমিকভাবে কেবল র্যা পিড টেস্টের উদ্দেশ্যে ব্যবহার করা হবে যন্ত্রটি।


বিকাশ প্রতারণার টাকা উদ্ধার করাই তার নেশা!

বাসে ছাত্রী ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করল হেলপার


নিউজ টোয়েন্টিফোর / কামরুল