টিকা নিয়ে জার্মানিতে বিপত্তি

টিকা নিয়ে জার্মানিতে বিপত্তি

আন্তর্জাতিক ডেস্ক

করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচির শুরুতেই বিপত্তি ঘটেছে জার্মানিতে। যথেষ্ট ঠান্ডা তাপমাত্রায় ভ্যাকসিন রাখা হয়নি বলেই সোমবার অভিযোগ তুলেছে দেশটির বেশ কিছু শহরের কর্তৃপক্ষ।

সরবরাহে দেরির অভিযোগও এসেছে কয়েকটি নগর প্রশাসনের পক্ষ থেকে। এক বিবৃতিতে বাভারিয়ার লিশ্টেনফেলস জেলা কর্তৃপক্ষ জানায়, ঠান্ডা বাক্সে যে তাপমাত্রার উল্লেখ রয়েছে তার সঙ্গে মেলাতে গিয়েই প্রথম সমস্যাটি নজরে আসে।

ফলে ফাইজার-বায়োএনটেকের ওই চালানের টিকাদান কর্মসূচি অব্যাহত রাখার ব্যাপারে দ্বিধায় ভুগছে কর্তৃপক্ষ। অন্যদিকে, চীনে করোনার কারণে কাস্টমসে জটিলতার জন্য সিনোভ্যাকের করোনা টিকার সরবরাহ সাময়িক স্থগিত করেছে এরদোয়ান প্রশাসন।


বিকাশ প্রতারণার টাকা উদ্ধার করাই তার নেশা!

বাসে ছাত্রী ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করল হেলপার


নিউজ টোয়েন্টিফোর / কামরুল