একটি কিনলে আরেকটি ফ্রি মিলবে না

একটি কিনলে আরেকটি ফ্রি মিলবে না

আন্তর্জাতিক ডেস্ক

২০২২ সাল থেকে বৃটেনে বন্ধ হচ্ছে ‘একটি কিনলে আরেকটি ফ্রি’ অফার। মূলত দেশটিতে স্থুল মানুষের হার নিয়ন্ত্রণে এই নতুন উদ্যোগ নিচ্ছে বরিস সরকার।

২০২২ সাল থেকে ব্রিটিশ রেস্তোরাঁগুলোয় চর্বি, লবণ কিংবা চিনিযুক্ত কোমল পানীয়ের প্রতি নাগরিকদের নিরুৎসাহিত করতে এ ধরনের পণ্যে ‘একটি কিনলে আরেকটি ফ্রি’ অফার বন্ধ করা হচ্ছে। সোমবার এ পদক্ষেপের কথা ঘোষণা করে লন্ডন।

 

জানায়, বৃটেনের প্রায় দুই-তৃতীয়াংশ বয়স্ক মানুষের ওজন বেশি। আর ৩ জনের মধ্যে একজন  শিশু অতিরিক্ত ওজন নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনা শেষ করে। তাই  স্থূলতা ব্রিটেনের অন্যতম দীর্ঘমেয়াদি জনস্বাস্থ্য সমস্যা দাঁড়িয়েছে।

শুধু বৃটেনে নয়, সাম্প্রতিককালে বিশ্বব্যাপী মানুষের মুটিয়ে যাওয়া উদ্বেগজনক হারে বেড়েছে।

  বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুয়ায়ী, বিশ্বে স্থুলতায় প্রতি বছর  প্রায় ৩০ লাখ মানুষের মৃত্যু হচ্ছে।


বিকাশ প্রতারণার টাকা উদ্ধার করাই তার নেশা!

বাসে ছাত্রী ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করল হেলপার


নিউজ টোয়েন্টিফোর / কামরুল