রাম মন্দির তৈরির কাজ শুরু

রাম মন্দির তৈরির কাজ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

শুরু হয়ে গেছে ভারতের অযোধ্যার রাম মন্দির তৈরির কাজ। আগামী সাড়ে তিন বছরের মধ্যে মন্দিরটি তৈরির কাজ শেষ হবে বলে আশাবাদী কতৃপক্ষ। যা তৈরিতে খরচ হতে পারে ১ হাজার ১০০ কোটি রুপি।  

সোমবার রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট্রের কোষাধক্ষ স্বামী গোবিন্দ দেব গিরিজি মহারাজ এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন।

মন্দির নির্মাণের খরচ যোগান দিতে দেশের বিভিন্ন প্রান্তের ৪ লাখ গ্রামে ঘুরে ঘুরে অনুদান সংগ্রহ করা হচ্ছে।  

এছাড়াও সাধারণ মানুষ নিজেরা এসেও অনুদান দিতে পারবেন বলে জানানো হয়েছে ট্রাস্টের পক্ষ থেকে। আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হবে শ্রী রাম মন্দির নিধি সমর্পন প্রচার অভিযান। চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।


বিকাশ প্রতারণার টাকা উদ্ধার করাই তার নেশা!

বাসে ছাত্রী ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করল হেলপার


নিউজ টোয়েন্টিফোর / কামরুল