গাজায় প্রতিরোধ সংগঠনগুলোর প্রথম যৌথ মহড়া

গাজায় প্রতিরোধ সংগঠনগুলোর প্রথম যৌথ মহড়া

অনলাইন ডেস্ক

যৌথ মহড়া শুরু করেছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো। মঙ্গলবার মহড়া চলাকালে ড্রোন উড়ানোর পাশাপাশি রকেট ও ক্ষেপণাস্ত্রও ছোড়া হয়। এই মহড়ার বিভিন্ন ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

ফিলিস্তিনের ১২টি প্রতিরোধ সংগঠন এতে অংশ নিচ্ছে।

এর মধ্যদিয়ে প্রতিরোধ সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে ইসরাইলি আগ্রাসন মোকাবিলার প্রস্তুতির বিষয়টি স্পষ্ট করলো। এর ফলে প্রতিরোধকামীরা সহজেই দখলদারদের পরাস্ত করতে পারবে বলে মনে করা হচ্ছে।

এর আগে ফিলিস্তিনের প্রতিরোধ কমিটির গণমাধ্যম বিভাগের মুখপাত্র আবু মুজাহিদ বলেছেন, প্রতিরোধ কমান্ড অভিন্ন নিয়ন্ত্রণ কক্ষ সম্প্রসারণে সক্ষম হয়েছে।


আরও পড়ুন: বাইডেনের পর এবার টিকা নিলেন কমলা হ্যারিস


তিনি বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর রণশক্তি আগের চেয়ে অনেক বেড়েছে।

রণাঙ্গনে শত্রুদের শক্তি প্রমাণ করতে পারবে প্রতিরোধ সংগ্রামীরা।

আবু মুজাহিদ আরও বলেন, ফিলিস্তিনের সব প্রতিরোধ সংগঠন এই মহড়ায় অংশ নিচ্ছে। এই প্রথম এ ধরণের যৌথ মহড়ার আয়োজন করা হলো। এই মহড়া শত্রুদের জন্য বড় দুঃসংবাদ বলে ফিলিস্তিনিরা মন্তব্য করেছে।

news24bd.tv আহমেদ