ভালো লাগার সাথে সাথে কেমন ভয়ও লাগলো

কাজী তাহমিনা

ভালো লাগার সাথে সাথে কেমন ভয়ও লাগলো

Other

আমিই কি সেইই একমাত্র বেরসিক যার কাছে বছরের সব দিন সমান লাগে?

যদিও বাচ্চাকাচ্চাদের আনন্দের জন্য ছাদে গিয়ে আতশবাজি, ফানুসের উড়াউড়ি, বাড়াবাড়ি দেখলাম, ভালো লাগার সাথে সাথে কেমন ভয়ও লাগলো।

অতি আনন্দে আমার প্রায় কুসংস্কারাছন্ন মন প্রায়ই সিগনাল দিতে থাকে- অতি বাড় না বাড়তে। গতকালকের উদযাপন আমার কেন যেন খুব বেশি চোখে লাগলো। ফানুস উড়ে গিয়ে কোন বিদ্যুতের তার, না ঘরবাড়িতে আগুন ধরিয়ে ফেলে, এই দুশ্চিন্তাও আসলো মাথায়।

যাই হোক, নিউ ইয়ার, নববর্ষ কিছু উদযাপনেই আমার সমস্যাও নাই, আবার খুব উথালপাতাল আগ্রহও নাই। সব দিন ভালো যাক সবার।

অসুস্থরা সুস্থ হয়ে উঠুক। শোকার্তরা, বিষণ্ণরা বিষণ্ণতা কাটিয়ে উঠুক।

মানুষের মন আরো সুস্থ,মানবিক, সংবেদনশীল ও ভালো হয়ে উঠুক- নতুন, পুরাতন সব বছরে একই চাওয়া আমার- ২০২১ও ভালো যাক সবার।

কাজী তাহমিনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, (ফেসবুক থেকে নেয়া) 

news24bd.tv নাজিম