তিন মাস বন্ধের পর সোনামসজিদ দিয়ে পেঁয়াজ আমদানি

তিন মাস বন্ধের পর সোনামসজিদ দিয়ে পেঁয়াজ আমদানি

Other

নিষেধাজ্ঞার কারণে সাড়ে তিনমাস বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। শনিবার বিকেলে পেঁয়াজবাহী ট্রাক স্থলবন্দরে প্রবেশ করে। পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাঈনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

আজ শনিবার বিকেলে ভারত থেকে চার ট্রাক পেঁয়াজ এসেছে।

আরো বেশ কয়েকটি ট্রাক প্রবেশের জন্য ভারতের মহদিপুর স্থলবন্দরে অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুন: ফের ভাইরাল প্রভার ভিডিও

ইসরাইলের হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে এই ক্ষেপণাস্ত্র

গত ১৪ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা দেয় ভারত। এরপরই বাংলাদেশে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়।

গত ২৮ ডিসেম্বর রপ্তানির নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার করে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়।

ওই আদেশ ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার পর আজই প্রথম পেঁয়াজের চালান এসেছে।

news24bd.tv তৌহিদ