ধর্ম-নেতা-আদালত-যৌনতা নিয়ে গল্প লেখা যায় না

ধর্ম-নেতা-আদালত-যৌনতা নিয়ে গল্প লেখা যায় না

Other

প্রথমা থেকে আমার প্রথম গল্পগ্রন্থ বের হচ্ছে। নাম ‘সংসার’। সেখান থেকে শেষ মূহূর্তে একটা গল্প বাদ দিতে হলো। কারণ আমাদের আশংকা এটা ছাপা হলে ধর্মীয় কোন গোষ্ঠী শোরগোল তুলতে পারে।

এটা লিখে ফেলা গল্পের ঘটনা। না লেখা এমন অনেক গল্পের প্লট আছে। এদেশে ইতিহাস নিয়ে গল্প লেখা যায়না, ধর্মীয় বিষয় নিয়ে না, নেতা নিয়ে না, আদালত নিয়ে না, যৌনতা নিয়ে না, মানবাধিকারের নতুন ধারণা নিয়ে না।


আরও পড়ুন: ‘করোনার টিকা নিয়ে বাংলাদেশের ভয়াবহ দুর্বলতা দৃশ্যমান হলো’


আমাদের গল্প তো পানসেই হওয়ার কথা।

বা ফরমায়েসী। বা প্রকল্প ভিত্তিক!  আমাদের গল্প যে হাজার খানেক লোক কিনে পড়ে সেটাই যথেষ্ট!

আসিফ নজরুল, রাজনৈতিক বিশ্লেষক

news24bd.tv আহমেদ