প্রচলিত হিলা বিয়ে কি ইসলামে নিষিদ্ধ?

প্রচলিত হিলা বিয়ে কি ইসলামে নিষিদ্ধ?

অনলাইন ডেস্ক

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে আল্লাহ তায়ালা সব কিছুর সমাধান দিয়েছেন। বন্দারা যেন ভুল পথে পা না বাড়ায় সে জন্য সঠিক দিক নির্দেশনায় পাঠিয়েছেন কোরআন।

পৃথিবীতে প্রতিনিয়ত ঘটছে তালাকের মতো ঘটনা।

আবার অনেকেই তালাক দেয়ার পর স্ত্রীকে সাথে নিয়ে সংসার করতে চাইছেন। এ বিষয়ে ইসলাম কি বলছেন? 

তিন তালাকের পরই স্বামী-স্ত্রী উভয়েই নানা রকম হিলা বিয়ে নামের বাহানার আশ্রয় নেওয়া শুরু করেন, যা যেমন অশালীন, তেমনি শরিয়তের দৃষ্টিতে অবৈধ ও লানতযোগ্য কাজ।  

রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘(হিলা-বাহানার মাধ্যমে) অন্যজনের জন্য স্ত্রী হালাল করার উদ্দেশ্যে বিবাহকারী এবং যার জন্য হালাল করা হয়েছে, উভয়ের ওপরই আল্লাহর লানত। ’ (আবু দাউদ, হাদিস : ২০৭৬)

যদিও এমতাবস্থায় ওই নারী অন্যত্র বিবাহ করে সেই স্বামীর সঙ্গে সহবাসের পর স্বামী কর্তৃক তালাকপ্রাপ্ত হলে প্রথম স্বামীর জন্য হালাল হবে।

তবে এ পদ্ধতি গ্রহণ করা অত্যন্ত ঘৃণিত।


আরও পড়ুন: আল্লাহকে দেখা কি সম্ভব?


উপরন্তু হিলা-বাহানা গ্রহণের মাধ্যমে ইসলামের দুশমনদের ইসলামের বিরুদ্ধে অপবাদ দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। তারা হিলা বিয়ে নিয়ে ইসলামের বিরুদ্ধে বিষোদগার করে থাকে। অথচ ইসলাম এ ধরনের হিলা বিয়ের অনুমতিই দেয় না।

ইসলামের বিধান হলো, তিন তালাকের পর উভয়ে উভয়ের রাস্তা ধরবে। স্বামী অন্যত্র বিয়ে করে নেবে। তদ্রূপ স্ত্রীও ইদ্দত শেষে অন্যত্র বিয়ে করে তার সঙ্গেই ঘর-সংসার করবে। স্ত্রী প্রথম স্বামীর কাছে ফিরে যাওয়ার বা স্বামী তাকে ফিরিয়ে নিতে কোনো হিলা-বাহানা করা অবৈধ।  

হ্যাঁ, কোনো কারণে যদি দ্বিতীয় স্বামী কখনো তালাক দিয়ে দেয় বা মারা যায়, তখন ইদ্দতের শেষে চাইলে সে আবার প্রথম স্বামীর কাছে যেতে পারবে।

news24bd.tv আহমেদ

এই রকম আরও টপিক