পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২৯১ আসনে তৃণমূলে কংগ্রেসের প্রার্থী তালিকা চূড়ান্ত, নন্দীগ্রাম থেকে লড়বেন মমতা ব্যানার্জি
গরুর মাংস নিয়ে মন্তব্য: দেবলীনাকে গালিগালাজ, ধর্ষণের হুমকি
অনলাইন ডেস্ক
গরুর মাংস নিয়ে মন্তব্য করে বেশ বাজে অবস্থার মধ্যে পড়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী দেবলীনা মুখার্জি। সোশ্যাল মিডিয়ায় পাচ্ছেন খুন ও গণধর্ষণের হুমকি। গালিগালাজও করা হচ্ছে তাকে।
জানা গেছে, একটি টেলিভিশন চ্যানেলের চ্যাট শো-তে বিজেপি নেতা দিলীপ ঘোষকে প্রশ্ন করার সময় পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কথার সূত্র ধরে দেবলীনা জানান, তিনি নিজে নিরামিষভোজী হলেও প্রয়োজনে পূজার সময় কারো বাড়ি গিয়ে গরুর মাংস পর্যন্ত রান্না করে দিতে পারেন।
এই মন্তব্যের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় অশালীন মন্তব্য করা হয় অভিনেত্রীকে। অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। অভিনেত্রীর মাকে উল্লেখ করেও বাজে মন্তব্য করা হয়। দেবলীনাকে খুন ও গণধর্ষণের হুমকিও দেওয়া হয়।
ভাসানচরে এসে রোহিঙ্গাদের ভুল ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
৩১টি পৌরসভার নির্বাচন ২৮ ফেব্রুয়ারি
অভিনেত্রীর স্বামী তথা টলিপাড়ার তারকা তথাগত মুখোপাধ্যায় জানালেন, সব কিছুই স্ক্রিনশট নিয়ে রেখেছেন তিনি। শুধু তাই নয় যাদবপুর থানায় দায়ের করা হয়েছে অভিযোগও।
news24bd.tv নাজিম
পরবর্তী খবর
মন্তব্য