অভিনেত্রী আশার মৃত্যু; মোটরসাইকেল চালকের জামিন

অভিনেত্রী আশার মৃত্যু; মোটরসাইকেল চালকের জামিন

অনলাইন ডেস্ক

রাজধানীতে ট্রাকের ধাক্কায় তরুণ অভিনেত্রী আশা চৌধুরী নিহতের ঘটনায় গ্রেপ্তার মোটরসাইকেলের চালক শামীম আহমেদকে জামিন দিয়েছেন আদালত

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মকবুল হোসেন বুধবার এ তথ্য জানান। তিনি বলেন, গত রোববার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকী এই জামিনের আদেশ দেন।


চট্টগ্রামে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ; আহত ৭


গত ৬ জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া আসামি শামীম আহমেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ৪ জানুয়ারি রাত দেড়টার দিকে রাজধানীর টেকনিক্যাল মোড়ে একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন তরুণ অভিনেত্রী আশা চৌধুরী।

এতে তাঁর মাথা থেঁতলে যায়। এরপর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

news24bd.tv / কামরুল