না ফেরার দেশে পাপিয়া

না ফেরার দেশে পাপিয়া

অনলাইন ডেস্ক

প্রবাসী বাংলাদেশি শারমিন জাহান পাপিয়া অস্ট্রেলিয়ার লিভারপুল হাসপাতালে আজ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তিনি কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়েছিলেন।

মরহুমার নামাজে জানাজা আগামীকাল ২৫ জানুয়ারি বেলা ১১টায় সিডনির নারেলেন কবরস্থানে অনুষ্ঠিত হবে।

কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি মেনে জানাজায় অংশগ্রহণের জন্য অবশ্যই পূর্বে নাম রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হয়েছে।

অস্ট্রেলিয়ায় বাঙালিদের রবীন্দ্র সাহিত্যচর্চার সাংস্কৃতিক সংগঠন আনন্দধারা সংগঠনের অন্যতম উদ্যোক্তা ছিলেন পাপিয়া। শারমিন জাহান পাপিয়া সিডনিতে সাংস্কৃতিক অঙ্গনে বেশ পরিচিত ছিলেন। তিনি কুমিল্লার কাজী বাড়ির মেয়ে।

সিডনির মিন্টোতে বসবাস করতেন। পাপিয়া মৃত্যুকালে স্বামী হায়দার চৌধুরী বাবু ও একমাত্র কন্যা তাসফিয়া এবং ছোট বোন জুলিয়াসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

তার মৃত্যুতে পরিবার ও বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।