নেত্রকোনা সদর পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট আগামীকাল

নেত্রকোনা সদর পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট আগামীকাল

Other

আগামীকাল ১৪ ই ফেব্রুয়ারি নেত্রকোনা সদর পৌরসভায় প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শেষ হয়েছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার প্রচারণার ব্যস্ততা।

এদিকে এরই মধ্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন কমিশন। সদর পৌরসভায় ৩২ টি কেন্দ্রেই ইভিএম পদ্ধতিতেই ভোট অনুষ্ঠিত হবে।

সন্ধ্যার আগেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হবে সরঞ্জাম।

আইনশৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসন পুলিশ প্রশাসন বিজিবিসহ অতিরিক্ত ম্যাজিস্ট্রেটগন আজকে থেকেই টহল জোরদার করবেন বলে নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং অফিসার আব্দুল লতিফ শেখ।

নেত্রকোনা পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৬৭ হাজার ৪শত ৬৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৩৩ হাজার ৩৮ জন ও নারী ভোটারসংখ্যা ৩৪ হাজার ৪ শত ২৭ জন।


ইতালির নতুন প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি

ক্ষমতার সাথে সাথে স্ত্রীকেও হারাতে চলেছেন ট্রাম্প!

করোনা টিকার প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে কানাডা

ছাগলে গাছ খাওয়া নিয়ে কৃষক খুন, আটক ২


নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ ,বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীসহ ৩জন, সাধারণ কাউন্সিলর পদে ৫১ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। ৯টি ওয়ার্ডে ভোট কেন্দ্রের সংখ্যা ৩২টি ও ভোট কক্ষের সংখ্যা ২০৫ টি।

news24bd.tv / নকিব