লেবানন থেকে দেশে ফিরেছেন ৪৩২ জন প্রবাসী

ফাইল ছবি

লেবানন থেকে দেশে ফিরেছেন ৪৩২ জন প্রবাসী

অনলাইন ডেস্ক

লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরলেন ৪৩২ জন প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে তারা হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন।

বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানায়, লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফেরার ফ্লাইট শুরু হয়েছে। ৪৩২ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের বিমানটি (বোয়িং-৭৭৭) ১৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টায় বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।

আজ বাংলাদেশ সময় সকাল ১০টায় সেটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আরও পড়ুন:


সামিয়া রহমান ও মারজানের লেখায় চৌর্যবৃত্তির প্রমাণ মেলেনি, ট্রাইব্যুনালের প্রতিবেদন

শাকিবের দেয়া স্ট্যাটাস নিয়ে যা বললেন রুনা লায়লা

একদিনের মধ্যে নায়িকাকে বিয়ে, প্রেগনেন্ট হতেই ডিভোর্স

ওজন ৩০২ কেজি, নেওয়া গেল না জরুরী বিভাগে অবশেষে মৃত্যু


গত ৯ ফেব্রুয়ারি লেবাননের বাংলাদেশ দূতাবাস জরুরি নোটিশে জানায়, স্বেচ্ছায় দেশে ফেরত যাওয়ার জন্য গত সেপ্টেম্বরে দূতাবাসে আবেদনকারীদের মধ্যে যাদের ভিসা পাওয়া গেছে, তাদের ১৫, ১৬, ১৯, ২২ এবং ২৩ ফেব্রুয়ারি ৬টি ফ্লাইটে দেশে পাঠানো হবে।

news24bd.tv আহমেদ