বমি ও তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এ টি এম শামসুজ্জামান

বমি ও তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এ টি এম শামসুজ্জামান

অনলাইন ডেস্ক

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের প্রখ্যাত ও শক্তিমান অভিনেতা এ টি এম শামসুজ্জামান। আজ বুধবার বর্ষীয়ান এই অভিনেতাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরেণ্য এই অভিনেতার মেজ মেয়ে কোয়েল আহমেদ জানান, দুই দিন ধরে খাবার খেলেই তাঁর বাবার বমি হতো। শ্বাসকষ্টও হচ্ছিল।

আজ শ্বাসকষ্টের মাত্রাটা বেড়ে যায়। এরপর দ্রুত চিকিৎসকের সঙ্গে কথা বলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসক বাবাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।

কোয়েল বলেন, ‘বাবার আজকের অবস্থা দেখে ঘাবড়ে যাই।

তাই কোনো ধরনের দেরি করতে চাইনি। সবাই বাবার জন্য দোয়া করবেন। ’ ২০১৯ সালের ডিসেম্বরে সর্বশেষ অসুস্থ হন এ টি এম শামসুজ্জামান। তখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের তৃতীয় তলায় তাঁর চিকিৎসাসেবা চলে।

কোয়েল বলেন, ‘দেশে করোনার প্রাদুর্ভাব শুরুর আগে চিকিৎসা শেষে বাসায় ফেরেন বাবা। এক বছর ধরেই শারীরিকভাবে ভালোই ছিলেন। কোনো সমস্যা দেখা দেয়নি। হঠাৎ করে দুই দিন ধরে সমস্যা দেখা দেওয়াতে আবার বাবাকে হাসপাতালে ভর্তি করানো হয়। ’ ২০১৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান এ টি এম শামসুজ্জামান।

 

সম্পর্কিত খবর