একই জমিতে তিন ফসল উৎপাদন করে দৃষ্টান্ত

নিজস্ব প্রতিবেদক

নওগাঁর বদলগাছীতে একই জমিতে এক সাথে তিন ফসল উৎপাদন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন শামীম হোসেন নামে এক কৃষক। শামীম জানান, সিম ও  পটল বিক্রি করে এরই মধ্যে ১৪  লাখ টাকা আয় করেছেন তিনি। আর উৎপাদিত আদা বিক্রি হবে আরো ১২  লাখ টাকা। তার এই সফলতা দেখে তিন ফসলী চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে ।

 

নওগাঁর বদলগাছীর বিলাসবাড়ি ইউনিয়নের মহেশপুর গ্রামের কৃষক শামীম হোসেন। নিজের তিন বিঘা জমিতে একই সাথে সিম, পটল ও আদার চাষ করেছেন তিনি। পুরো জমিতে জানালা দিয়ে ওপরে পটল ও সিম  আর  নিচে আদা রোপন করেছেন তিনি।

শামীম হোসেন জানান, তিন ফসল উৎপাদনে তার খরচ হয়েছে প্রায় ১ লাখ টাকা।

এরই মধ্যে  প্রায় ১৪ লাখ টাকার সিম ও পটল বিক্রি করেছেন তিনি। আর এই তিন বিঘা জমি থেকে ২৪০ মন আদা উৎপাদনের আশাও করছেন তিনি।   


নাইজেরিয়ায় হোস্টেল থেকে কয়েকশ ছাত্রীকে অপহরণ

কুয়েটে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

অস্ত্রের মুখে ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণের পর দফায় দফায় ধর্ষণ

মেয়েকে তুলে নিয়ে মাকে রাত কাটানোর প্রস্তাব অপহরণকারীর


তার এই সফলতা দেখে একই জমিতে একাধিক ফসল চাষে আগ্রহী হয়ে উঠৈছেন অনেকে।

কৃষি কর্মকর্তারা বলছেন, শামীমের মত তিন ফসল যারা উৎপাদন করতে চায় তাদের সব ধরণের সহায়তা করা হবে ।   

এক জমিতে তিন ফসল উৎপাদন করে কৃষকরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করছেন বলেও  মনে করেন সংশ্লিষ্টরা।

news24bd.tv নাজিম