কারাবন্দি লেখক মুশতাক আহমেদ হত্যার প্রতিবাদে বাসদের বিক্ষোভ

কারাবন্দি লেখক মুশতাক আহমেদ হত্যার প্রতিবাদে বাসদের বিক্ষোভ

Other

কারাবন্দি অবস্থায় লেখক ও কার্টুনিস্ট মুশতাক আহমেদকে হত্যার প্রতিবাদ, ডিজিটাল সিকিউরিটি কালো আইন বাতিল এবং ঢাকায় আন্দোলনরত ছাত্র-জনতার উপর পুলিশের হামলা ও গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

বাসদ বরিশাল শাখার ব্যানারে আজ শনিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।  


৮ মাসের মধ্যে স্বর্ণের দাম সর্বনিম্ন

‘নিষেধাজ্ঞা না তুললে আইএইএ’র ক্যামেরা খুলে ফেলা হবে’

পানির নিচের অভিজ্ঞতা শেয়ার করলেন টাইটানিকের সেই নায়িকা

কে এই রূপবতী তুলসী, যার গানের ভিউ ১০ কোটি ছাড়ালো (ভিডিও)


জেলা বাসদের সদস্য কাজল দাসের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কবি ও লেখক হেনরী স্বপন, জেলা ছাত্রফ্রন্টের সাবেক সভাপতি সন্তু মিত্র, মহানগর ছাত্রফ্রন্টের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, বিএম কলেজ ছাত্রফ্রন্টের সংগঠক নিলিমা জাহান, শ্রমিক ফ্রন্টের সহ সাধারন সম্পাদক শহীদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক নুরুল হক।

বক্তারা কারাবন্দি অবস্থায় লেখক ও কার্টুনিস্ট মুশতাক আহমেদকে হত্যার প্রতিবাদ জানান।

এছাড়া ডিজিটাল সিকিউরিটি কালো আইন বাতিল এবং ঢাকায় আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদ জানান তারা।  

news24bd.tv/আয়শা