ছাত্রলীগ ও যুবলীগে আবারও অভ্যন্তরীণ কোন্দল

ছাত্রলীগ ও যুবলীগে আবারও অভ্যন্তরীণ কোন্দল

অনলাইন ডেস্ক

অভ্যন্তরীণ কোন্দলে আবারও জড়িয়ে পড়েছে ছাত্রলীগ ও যুবলীগ। আধিপত্য নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের হাসপাতালের প্রধান ছাত্রাবাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রাবাসের বেশ কয়েকটি রুম ভাঙচুর হয়েছে। দুই পক্ষের ৬জন আহত হয়েছে।

এদিকে, মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

মঙ্গলবার বিকেল তিনটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের প্রধান ছাত্রবাসে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগ। এ সময় বেশ কয়েকটি রুম ভাঙচুর করা হয়।


সবইতো চলছে, শিক্ষাপ্রতিষ্ঠান কেন ঈদের পরে খুলবে: নুর

আইন চলে ক্ষমতাসীনদের ইচ্ছেমত: ভিপি নুর

রাঙামাটিতে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

৭৫০ মে.টন কয়লা নিয়ে জাহাজ ডুবি, শুরু হয়নি উদ্ধার কাজ


ঘটনার পর পরই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। ছুটে আসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়কও।

পুরো ছাত্রাবাস, এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

মানিকগঞ্জের সিংগাইরে হামলায় আহত ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরু মারা গেছেন। মঙ্গলবার ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আশুলিয়ায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় ইউপি মেম্বার ও যুবলীগের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় এক পক্ষকে রামদা নিয়ে কোপাতে দেখা যায়। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি মোটরসাইকেল। ঘটনাস্থল থেকে যুবলীগের দুই কর্মীকে আটক করে পুলিশ।

news24bd.tv তৌহিদ