মন্ত্রী ও বিধায়ককে বাদ দিয়ে প্রার্থী চূড়ান্তে মমতার চমক!

মন্ত্রী ও বিধায়ককে বাদ দিয়ে প্রার্থী চূড়ান্তে মমতার চমক!

অনলাইন ডেস্ক

আসন্ন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার নির্বাচনে চমকের পরও যে চমক দেওয়া যায়। সেটা আবারও প্রমাণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।   শুক্রবার আনুষ্ঠানিকভাবে ২৯১ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। তিনটি আসন তিনি ছেড়ে দিয়েছেন দার্জিলিংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার প্রার্থীদের জন্য।

রাজ্যের সব রাজনৈতিক দলের আগে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকাই শুধু প্রকাশ করে নয় বরং প্রবল প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার মুখেও ১১৪ জনকে নতুন প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৯১ জন প্রার্থীর মধ্যে ৫০ জন যেমন রয়েছেন নারী প্রার্থী তেমন মুসলিম সম্প্রদায়ের প্রার্থী রয়েছেন ৪২ জন।

রাজ্য বিধানসভায় রয়েছে ২৯৪টি আসন। রাজ্যে মমতার দলই প্রথম, যারা আজ প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে।

নির্বাচন শুরু হবে এ মাসের ২৭ তারিখ। আর শেষ হবে এপ্রিলের ২৯ তারিখ। ফলাফল ঘোষণা হবে ২ মে।

শুক্রবার দুপুরে মমতার কালীঘাটের বাসভবনের দলীয় অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন। মমতা  বলেন, তিনি এবার পূর্ব মেদিনীপুরের  নন্দীগ্রাম আসনেই  লড়বেন। তবে তার কলকাতার ভবানীপুরের বর্তমান আসনে এবার তিনি লড়ছেন না। সেখানে লড়বেন দলের আরেক নেতা শোভন দেব চট্টোপাধ্যায়। তবে এই নন্দীগ্রাম আসনে বিজেপির প্রার্থী হতে পারেন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া নেতা শুভেন্দু অধিকারী।


শেবাগ-শচিনের জুটিই হারিয়ে দিল বাংলাদেশকে

সূরা কাহাফ তিলাওয়াতে রয়েছে বিশেষ ফজিলত

করোনার ভ্যাকসিন গ্রহণে বাধা নেই ইসলামে

নামাজে মনোযোগী হওয়ার কৌশল


এছাড়াও ৫ জন মন্ত্রী ২৮ জন বিধায়ককে এবার প্রার্থী তালিকা থেকেই বাদ দিয়ে ঘরের বাইরে প্রবল চাপ সামলানোর চ্যালেঞ্জও গ্রহণ করেছেন মমতা।  

এদিকে এবার মমতা এক ঝাঁক টালিউডের চলচ্চিত্র তারকাকে মনোনয়ন দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন রাজ চক্রবর্তী, চিরঞ্জিত, কাঞ্চন মল্লিক, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অদিতি মুন্সী, সোহম চক্রবর্তী, সায়নী ঘোষ, ইন্দ্রনীল সেন, জুন মালিয়া, কৌশানি মুখোপাধ্যায় প্রমুখ।

তৃণমূলের প্রার্থী তালিকা বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, ১৬০ বিধানসভার প্রার্থী বদল করেছেন মমতা। ১১৪ জন নতুন মুখ এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন। সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের প্রার্থী ৪২ জন। নারী প্রার্থী ৫০ জন। আদিবাসী ১৯ জন। তফসিলি সম্প্রদায়ের প্রতিনিধি রয়েছেন ৪২ জন।

 news24bd.tv/আলী