নগরবাসীর সম্পৃক্ততা ছাড়া মশক নিধন কর্মসূচীর সফলতা সম্ভব নয়

নগরবাসীর সম্পৃক্ততা ছাড়া মশক নিধন কর্মসূচীর সফলতা সম্ভব নয়

অনলাইন ডেস্ক

নগরবাসীর সম্পৃক্ততা ছাড়া মশক নিধন কর্মসূচী সফল সম্ভব নয়। এর ফলাফল পেতে নিজেরা নিজেদের উদ্যোগে সমাজকে পরিষ্কার রাখতে হবে বলে  জানিয়েছেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম।  

সকালে রাজধানীর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-৪ এর ১১ নাম্বার ওয়াডে চলা দ্বিতীয় দিনের অভিযান পরিদর্শন শেষে মেয়র এ কথা বলেন। ঠিক একই সময়ে আরো ৬টি ওয়াডে চলে একই কর্মযজ্ঞ।

এতে এক হাজার ২০০ মশক নিধনকর্মী পাশাপাশি এ ব্যবস্থাপনা তদারকিতে অংশ নেয় ২০০ কর্মী।


যে কারণে অভিনয় ছেড়েছিলেন প্রয়াত নায়ক শাহীন আলম

কলকাতায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ৯

নামাজে মুস্তাহাব কাজগুলো কী জেনে নিন

কেয়ামতের দিন যে সূরা বান্দার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে


এসময় শুধু মশার প্রজনন মৌসুম এই মশা নিধণ পদক্ষেপ নিলে তা কাজে আসবে না এমন মন্তব্য করে স্থানীয়রা বলেন মশা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে হলে এই পদক্ষেপগুলো সারা বছর জুড়েই অব্যাহত রাখতে হবে। ডিএনসিসি’র ৫৪টি ওয়াডকে ১০টি অঞ্চলে ভাগ করে শুক্রবার ব্যাতীত ১৬ মার্চ পর্যন্ত এ অভিযান চলবে।

news24bd.tv আয়শা