বিক্ষোভ ঠেকাতে যুদ্ধাস্ত্র ব্যবহার করছে মিয়ানমার সেনাবাহিনী

বিক্ষোভ ঠেকাতে যুদ্ধাস্ত্র ব্যবহার করছে মিয়ানমার সেনাবাহিনী

অনলাইন ডেস্ক

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে চলছে ঘোর বিক্ষোভ। আর এই বিক্ষোভ ঠেকাতে জান্তা সরকার যুদ্ধাস্ত্র ব্যবহার করছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বিভিন্ন শহরে রাস্তায় রাস্তায় মানুষ বিক্ষোভে নেমে পড়েছে। সেনাবাহিনীর এত এত দমন পীড়নের মধ্যেও মানুষের বিক্ষোভ ঠেকানো যাচ্ছে না।

 

জান্তা সরকার গুলি ছোড়া, কাঁদানে গ্যাস নিক্ষেপ, জলকামান ও এখন যুদ্দাস্ত্র ব্যবহার করছে। গত কয়েক সপ্তাহ ধরে মিয়ানমারে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সহিংসতার ভিডিও ও ছবি পর্যালোচনা করে বৃহস্পতিবার এই তথ্য জানায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। খবর রয়টার্স ও আল জাজিরার।

অ্যামনেস্টি বলছে, মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর যে ‘কৌশলগত ও পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড’ চালানো হচ্ছে, তার ভিজ্যুয়াল প্রমাণ হিসেবে বিভিন্ন ভিডিও ক্লিপ রয়েছে।

এছাড়া এই সহিংসতা ঠেকাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।


নিয়োগ দেবে শিল্প মন্ত্রণালয়

দেশের ৬ বিভাগসহ বেশ কিছু এলাকায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

উষ্ণতা ছড়িয়ে আমির খান-এলি আব্রামের রোমান্স (ভিডিও)

আজ পবিত্র শবে মিরাজ


অ্যামনেস্টির ক্রাইসিস এভিডেন্স ল্যাব মিয়ানমারে চলমান বিক্ষোভের ৫০টিরও বেশি ভিডিও যাচাই করে বলছে, দেশটির আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভ ঠেকাতে ‘পরিকল্পনামাফিক ও পদ্ধতিগত কৌশল’ ব্যবহার করছে। অ্যামনেস্টির পক্ষ থেকে আরও বলা হয়, ভিডিও ফুটেজে স্পষ্ট যে মিলিটারিরা যুদ্ধক্ষেত্রের জন্য উপযুক্ত অস্ত্র দিয়ে সজ্জিত রয়েছে।

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাতের পর দেশটির ক্ষমতা হাতে নিয়ে নেয় সেনাবাহিনী। এর পর থেকেই জান্তাবিরোধী বিক্ষোভ শুরু হয় দেশটিতে। রক্তক্ষয়ী এই বিক্ষোভে এখন পর্যন্ত নিহত হয়েছেন অর্ধশতাধিক এবং আহত হয়েছেন অনেকে।  

মিয়ানমারে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত ৫৬ জনের বেশি নিহত হয়েছে বলে জানায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়।  

news24bd.tv আয়শা