মঙ্গলের হ্রদের সাথে তুরস্কের সালদার ব্যাপক মিল

মঙ্গলের হ্রদের সাথে তুরস্কের সালদার ব্যাপক মিল

অনলাইন ডেস্ক

তুরস্কের একটি হ্রদের নাম সালদা। এই হ্রদের পানির রংয়ের সাথে মঙ্গলের পানির মলি আছে। আর তাই মঙ্গলে প্রাণের অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীদের সমাভাবনা আরো বেশি। সম্প্রতি মঙ্গলে নাসার নভোযান পারসেভারেন্স এর পাঠানো ছবিতে এই মিল খুঁজে পাওয়া যায়।

  

news24bd.tv

তুরস্কের একটি হৃদের ছবি। তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের এই হ্রদের নাম সালদা। পানির রংয়ে মিল থাকায় এটি ‘তুরস্কের মালদ্বীপ’ নামেও পরিচিত।

বিজ্ঞানীরা বলছেন, পারসিভারেন্স মঙ্গলের যে জায়গায় অবতরণ করেছে সেই জেজেরো বেসিনের মাটি এবং খনিজ আর তুরস্কের সালদা হ্রদের মাটি ও খনিজ একরকম।

বিজ্ঞানীরা আশা করছেন, সালদা হ্রদের মাটি ও খনিজের সঙ্গে মঙ্গলের মাটি ও খনিজের মিলের বিষয়টি মঙ্গলে প্রাণের অস্তিত্বের একটা ইঙ্গিত হতে পারে।


অভাব দুর হবে, বাড়বে ধন-সম্পদ যে আমলে

সূরা কাহাফ তিলাওয়াতে রয়েছে বিশেষ ফজিলত

করোনার ভ্যাকসিন গ্রহণে বাধা নেই ইসলামে

নামাজে মনোযোগী হওয়ার কৌশল


সালদার মাটি ও খনিজের নমুনা গবেষণায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ২০১৯ সালে যুক্তরাষ্ট্র এবং তুরস্কের বিজ্ঞানীদের একটি দল সালদা হ্রদ নিয়ে কাজ করেন। তখন সংগ্রহ করা তথ্যই হ্রদটির সঙ্গে মঙ্গলের মিলের কথা জানাচ্ছে।

দুই গ্রহের মাটি এবং খনিজ পদার্থের মিল মঙ্গলে প্রাণের অস্তিত্ব সম্পর্কে আশাবাদী করলেও বিজ্ঞানীরা বলছেন, বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে এখনো অনেক বাকি।

news24bd.tv আয়শা