রোহিঙ্গা ক্যাম্পের আগুনের ঘটনায় নিহত ৫

রোহিঙ্গা ক্যাম্পের আগুনের ঘটনায় নিহত ৫

অনলাইন ডেস্ক

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা শরণার্থীশিবিরের আগুন রাত পৌনে ১০টার দিকে নিয়ন্ত্রণে এসেছে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে তিনশিশুসহ পাঁজজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আগুনে ৯ হাজার রোহিঙ্গা বসতি ও শতাধিক স্থানীয় বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ১৪ এপিবিএন’র অধিনায়ক (পুলিশ সুপার) মো. আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।


ধান ক্ষেতে ফেলে গৃহবধূকে পেটানোর ভিডিও ভাইরাল

কিশোরীকে গণধর্ষণের পর ৬০ টাকা ধরিয়ে দিল অভিযুক্তরা

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে ভয়াবহ বন্যা সতর্কতা

বিএনপি যুদ্ধাপরাধীদের প্রতিষ্ঠিত করেছে: চীফ হুইপ


তিনি জানিয়েছেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন শিশুসহ পাঁচজন নিহতের খবর পেয়েছি। তবে আমি এখনও মৃতদেহগুলো দেখিনি।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমদ নিজাম উদ্দিন জানান, ‘রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্তত ৯ হাজার রোহিঙ্গা পরিবারের বসতি পুড়ে গেছে।

news24bd.tv তৌহিদ