কোভিডের ইউকে ভ্যারিয়েন্ট বয়স্ক ও তরুনদের জন্য সবচেয়ে বিপদজনক

কোভিডের ইউকে ভ্যারিয়েন্ট বয়স্ক ও তরুনদের জন্য সবচেয়ে বিপদজনক

Other

যুক্তরাজ্যে চিহ্নিত হওয়া করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট (যেটি ‘ইউকে ভ্যারিয়েন্ট’ হিসেবে পরিচিতি পেয়েছে) B117 বয়স্ক এবং তরুনদের সবচেয়ে বেশি সংক্রমিত করছে।  

শুধু তাই নয়, সংক্রমণের পর পরই এই দুই গ্রুপের মানুষ সবচেয়ে বেশি অসুস্থ হয়ে পড়ছে এবং তাদের হাসপাতালে যেতে হচ্ছে। কানাডার প্রধান চিকিৎসক ড. থেরেসা ট্যাম নাগরিকদের সতর্ক করে দিয়ে আজ এই তথ্য জানিয়েছেন।

যুক্তরাজ্য, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা- কোভিডের যে সব দেশে নতুন নতুন ভ্যারিয়েন্ট চিহ্নিত হয়েছে, প্রতিটি দেশ থেকেই নিয়মিত তথ্য সংগ্রহ করছে কানাডা।

কানাডায় সংক্রমিত রোগীদের নমুনা নিয়েও নিযমিত পর্যবেক্ষণ করা হচ্ছে- এগুলো নতুন কোনো ভ্যারিয়েন্টের ভাইরাস কিনা।


যাদুকাটা নদীতে বাংলাদেশির মরদেহ, ৩৯ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

হামলার সঙ্গে ছাত্রলীগ জড়িত নয়, মিথ্যাচার করা হচ্ছে দাবি লেখকের

চাকরি লাভের জন্য যে দোয়া পড়বেন

সূরা ইয়াসিন আমল করলে দুনিয়া ও আখেরাতে যে লাভ পাবেন


ড. থেরেসা ট্যাম জানাচ্ছেন,যুক্তরাজ্য থেকে পাওয়া তথ্য উপাত্ত বিশ্লেষনে দেখা যাচ্ছে  যুক্তরাজ্যের ভ্যারিয়েন্টটি বয়স্ক এবং তরুনদের জন্য অত্যন্ত মারাত্মক। কেবল সংক্রমণ ছড়ানোর ক্ষমতায়ই নয়, এই দুই গ্রুপের  সংক্রমিত ব্যক্তিকে অসুস্থ করে তোলার ক্ষেত্রেও  এই ভ্যারিয়েন্ট বিপদজনক। তিনি জানান,  নতুন করে সংক্রমন বৃদ্ধি বেশি সংখ্যক লোকের হাসপাতাল বা ইনসেনটিভ কেয়ারে ভর্তি হওয়ার পেছনেও রয়েছে এই ভ্যারিয়েন্টের ভাইরাস।

শওগাত আলী সাগর, প্রধান সম্পাদক, নতুনদেশ

news24bd.tv আয়শা