খাশোগি হত্যার তদন্তকারীকে হত্যার হুমকি

খাশোগি হত্যার তদন্তকারীকে হত্যার হুমকি

অনলাইন ডেস্ক

ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার তদন্তকারী জাতিসংঘের বিদায়ী তদন্ত কর্মকর্তা অ্যাগনেস কল্যামার্ডকে হত্যার হুমকি দিয়েছেন সৌদি আরবের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।  খবর দ্য গার্ডিয়ানের।

অ্যাগনেস ক্যালামার্ড একজন স্বাধীন মানবাধিকার বিশেষজ্ঞ। ২০১৮ সালের অক্টোবরে ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে জামাল খাশোগিকে নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনায় তিনি তদন্ত শুরু করেন।

তদন্তের এক বছর পর তিনি ১০০ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেন। যেখানে সৌদি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা খাশোগি হত্যার পেছনে রয়েছেন বলে বেশ শক্ত প্রমাণ ছিল।


আরও পড়ুনঃ


তিন দিনে মারা গেল তিনটি বাঘ

সাকিবকে ধন্যবাদ আলোচনাটা শুরু করার জন্য

৫ বছরের শিশুর মা হওয়ার অমীমাংসিত রহস্য

পত্রিকার সাংবাদিকগুলো বিসিএস ক্যাডার চাকরিটাকে বিশাল কিছু বানিয়ে ফেলেছেন


ক্যালামার্ড তার প্রতিবেদনে খাশোগি হত্যাকে ‘আন্তর্জাতিক হত্যাকাণ্ড’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, আমি কাতারের কাছ থেকে অর্থ নিয়েছি বলে মিথ্যা অভিযোগও দেওয়া হয়েছে।

যদিও তার কোনো সত্যিকারের প্রমাণ তারা দিতে পারেনি।

জেনেভায় জাতিসংঘের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে বৈঠককালে ২০২০ সালের জানুয়ারিতে সৌদি আরবের এক জ্যেষ্ঠ কর্মকর্তা তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এক উচ্চপর্যায়ের বৈঠকে জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তারা বলেন, যদি জাতিসংঘ তাকে (ক্যালামার্ড) না থামায়, তবে তাকে দেখে নেওয়া হবে।

news24bd.tv / নকিব