বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

Other

মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান এলাকায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে দুই হাজারেরও বেশি অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা ও ওষুধ দেয়া হয়েছে।   

আজ শনিবার সকালে কালকিনির সিডিখান গ্রামের ‘হাওলাদার বাড়ি মুক্তিযোদ্ধা ক্যাম্পে’ এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। ‘গৌরবময় স্মৃতি ৭১’ নামের একটি সংগঠন এই কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শমসির আজাদ বাবুল হাওলাদার।

দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পে ফ্রি চিকিৎসা নিতে আশেপাশের ১৫টি গ্রাম থেকে মানুষ আসেন। সবাইকে চিকিৎসা দিতে ৫ জন বিশেষজ্ঞ ডাক্তার নিয়োজিত ছিলেন। উপকারভোগীরা আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

তারা নিয়মিত এধরনের কর্মসূচি আয়োজনের অনুরোধ জানান।  


মালিবাগে তুরাগ পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন

আজও করোনায় দেশে ৩৯ জনের প্রাণহানি

সাতক্ষীরায় দুর্যোগসহনীয় কমিউনিটি সেন্টার নির্মান করতে চান মোদি

৫ বছরের শিশুর মা হওয়ার অমীমাংসিত রহস্য


news24bd.tv / কামরুল