টস জিতে উড়ন্ত সূচনা বাংলাদেশের

টস জিতে উড়ন্ত সূচনা বাংলাদেশের

অনলাইন ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি বাংলাদেশ। টস জেতার পর ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিউজিল্যান্ড ৪ উইকেট  হারিয়ে ১১ ওভার চার বলে সংগ্রহ করেছে ৯৪ রান। একটি করে উইকেট  নিয়েছে মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মেহেদি হাসান ।

টপঅর্ডারের তিন ব্যাটসম্যানের উইকেট হারিয়ে এখন চাপ সামাল দেয়ার মিশনে লড়ছেন উইল ইয়ং ও গ্লেন ফিলিপস।

এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার মোস্তাফিজুর রহমানের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ। কাঁধের ইনজুরির কারণে গত ম্যাচে একাদশে ছিলেন না মুশফিকুর রহিম।

সুস্থ হয়ে না ওঠায় এই ম্যাচেও তিনি একাদশের বাইরে। গত রবিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরেছিল ৬৬ রানে। সুতরাং, সিরিজে টিকে থাকতে হলে আজ বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নেই।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারেল মিচেল, টিম সাউদি, ইশ সোধি, হ্যামিশ বেনেট ও অ্যাডাম মিলনে।

বিস্তারিত আসছে..

news24bd.tv/আলী