হাসপাতালে হাবিব ওয়াহিদ

হাসপাতালে হাবিব ওয়াহিদ

অনলাইন ডেস্ক

ফুসফুসের সমস্যায় আক্রান্ত জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। বর্তমানে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) চিকিৎসাধীন তিনি। গত বৃহস্পতিবার (০১ এপ্রিল) হাসপাতালে ভর্তি হয়েছিলেন হাবিব। শনিবার (০৩ এপ্রিল) রাত ৯টার দিকে খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।

হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ চক্রবর্তী এসব তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, ফুসফুসের সমস্যা নিয়ে তিনি হাসপাতালে এসেছিলেন। তখন তাকে স্পেশাল কেয়ার ইউনিটে নেওয়া হয়। একদিন পর তাকে কেবিনে হস্তান্তর করা হয়।

বর্তমানে তিনি আগের চেয়ে ভালো আছেন। শরীরে করোনার কিছু লক্ষণ থাকলেও তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ। ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন হাবিব ওয়াহিদের বাবা ফেরদৌস ওয়াহিদ।


এখন পর্যন্ত করোনা সংক্রমণ রোধে সারা দেশের যেখানে যা বন্ধ

দেশে প্রবেশ বন্ধ ইউরোপ ও ১২ দেশের নাগরিকের

পরিবারের করোনা উপসর্গে নিজেকে অসহায় মনে হচ্ছে : ওমর সানী

স্মরণকালের সবচেয়ে বেশি ওজনের শিশুর জন্ম


 

বাংলাদেশের পপ আইকন ফেরদৌস ওয়াহিদের ছেলে হাবিব ওয়াহিদ। বাংলা লোক গানের ফিউশন করে পরিচিতি পেয়েছেন তিনি। হাসন রাজা, শাহ আবদুল করিম, আমির উদ্দীন প্রমুখ মরমী সঙ্গীত শিল্পীদের গানকে কিছুটা পরিবর্তনের মাধ্যমে জনপ্রিয় করে তুলেছেন। এ জন্য সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাকে।

news24bd.tv/আলী

এই রকম আরও টপিক