রমজানে মানুষ যেন সঠিক দামে পণ্য পায়, সে ব্যবস্থা নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রমজানে মানুষ যেন সঠিক দামে পণ্য পায়, সে ব্যবস্থা নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আসছে রমজানে সাধারণ মানুষ যেন সঠিক দামে সব পণ্য পায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।  

আজ দুপুরে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে ডিসিসিআই আয়োজিত ‘রমজানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনায় এসব বলেন তিনি।  

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, রমজান আসার সঙ্গে সঙ্গেই বিভিন্ন পণ্যের দাম যেন অনিয়ন্ত্রিত হয়ে যায়। এটি কাম্য নয়।

সাধারণ মানুষের যেন ভোগান্তি না হয় এ বিষয়টি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন।  


মাওলানা মামুনুল হকের বিষয়কে ব্যক্তিগত বললেন বাবুনগরী

মাওলানা রফিকুল মাদানীর নামে আরেকটি মামলা, আনা হলো যেসব অভিযোগ

দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

দেশে নতুন করে করোনা শনাক্ত ৫ হাজার ৮১৯ জন


পণ্য পরিবহনে চাঁদাবাজি এখন অনেক নিয়ন্ত্রণে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পরিবহণ শ্রমিক নেতাদের সঙ্গে আমরা বসছি, তাঁরা আমাদের যে যে পয়েন্টের কথা বলেছেন সেগুলো আমরা বন্ধ করার জন্য কাজ করেছি এবং সেগুলো কিছুটা নিয়ন্ত্রণে। একেবারে শতভাগ যে বন্ধ হয়েছে, তা এখনও সম্ভব হয়নি। ’

করোনা মহামারির কারণে অচিরেই সরকার কঠোর বিধিনিষেধ আরোপ করতে পারে জানিয়ে মন্ত্রী বলেন, সে সময় ব্যবসায়ীদের কিছুটা সমস্যা হলেও জীবনের স্বার্থে তা মেনে নিতে হবে।

news24bd.tv নাজিম