লকডাউনকে সরকার বেছে নিয়েছে ভিন্নমত দমনের জন্য

লকডাউনকে সরকার বেছে নিয়েছে ভিন্নমত দমনের জন্য

Other

ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ছাত্র  আখতার হোসেনকে পুলিশ কিছুক্ষন আগে গ্রেফতার করেছে বলে জানা গেছে।  

আখতার দীর্ঘকাল টাইফয়েডে ভুগছিলেন, মাত্র কয়েক সপ্তাহ আগে সেরে ওঠেন। ক্যাম্পাসে আজকে তার সংগঠনের (ছাত্র অধিকার পরিষদ) ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান শেষে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়।  

মনে হচ্ছে এই ঘোর করোনাকাল আর লকডাউন - এসব সরকার বেছে নিয়েছে ভিন্নমতকে আরো কঠোরভাবে দমন করার জন্য।

না হলে এসময়ে এমন একজন জনপ্রিয় ছাত্রনেতাকে গ্রেফতার করার কি জরুরী তাগিদ সৃষ্টি হলো?   এই গ্রেফতারের তীব্র নিন্দা জানাই।

আসিফ নজরুল, রাজনৈতিক বিশ্লেষক (ফেসবুক থেকে)

news24bd.tv/আলী