ডাক্তার-চিকিৎসক-নার্সদের কেন মুভমেন্ট পাস লাগবে?

ডাক্তার-চিকিৎসক-নার্সদের কেন মুভমেন্ট পাস লাগবে?

Other

করোনাকালে ডাক্তার-চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্য সেবার সঙ্গে জড়িত মানুষদের চলাচলে কেন মুভমেন্ট পাস লাগবে? একজন চিকিৎসক দুঃখ করে লিখেছেন, ডাক্তার গাড়ি নিয়ে কর্মস্থলে যাওয়ার পথে তাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুঃখজনক।

কঠোর লকডাউন চলুক। কিন্তু ডাক্তার-নার্সসহ স্বাস্থ্য সেবার সঙ্গে জড়িত লোকজন, সাংবাদিক, ব্যাংকারসহ যাদের আসলেই কাজের জন্য বাইরে যেতে হবে তারা যেন স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন।


করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার লকডাউনের নামে চালাচ্ছে শাটডাউন: ফখরুল

আব্দুল মতিন খসরু লাইফ সাপোর্টে

ওবায়দুল কাদের কিংবা জাহিদ মালেক যদি এই ডিগ্রিটা পেতেন, তখন কী করতাম: সুমন্ত আসলাম

শ্রীপুরে মসজিদে অচেতন থাকা ব্যক্তিকে উদ্ধা


একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সহায়তা করা আমাদের কর্তব্য। পারস্পারিক বোঝাপড়া, পরস্পরকে সম্মান এবং সম্মিলিত কাজের মধ্যে দিয়ে নিশ্চয়ই আমরা এই সংকট মোকাবেলা করতে পারব। ভালো থাকুন সবাই। ভালো থাকুক বাংলাদেশ।

শরিফুল হাসান, সিনিয়র সাংবাদিক ও উন্নয়ন কর্মী

news24bd.tv তৌহিদ