ধূমপানমুক্ত দেশ গড়তে নিউজিল্যান্ডে অদ্ভুত প্রস্তাব

ধূমপানমুক্ত দেশ গড়তে নিউজিল্যান্ডে অদ্ভুত প্রস্তাব

অনলাইন ডেস্ক

ধূমপানমুক্ত দেশ গড়তে ২০০৪ সালের পর জন্ম নেয়াদের কাছে তামাকজাত পণ্য বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। ২০২৫ সালের মধ্যে দেশটিকে পুরোপুরি ধূমপানমুক্ত করার পরিকল্পনা নিয়ে এই প্রস্তাব পেশ করা হয়েছে।

ধীরে ধীরে এই পদক্ষেপ বাস্তবায়ন করা হবে। আর এজন্য বেশ কিছু পরিকল্পনাও হাতে নেয়া হয়েছে।

যার মধ্যে সিগারেটে নিকোটিনের পরিমাণ কমিয়ে দেয়া এবং তামাকজাত পণ্যের ন্যূনতম মূল্য নির্ধারণ করা অন্যতম।

যদি নিউজিল্যান্ডের সরকার সফল হয়, তাহলে একটি পুরো প্রজন্মকে ধূমপান থেকে বিরত রাখতে পারবে তারা।

সরকারের এমন প্রস্তাবকে স্বাগত জানিয়েছে অ্যাডভোকেসি গ্রুপগুলো। তারা বলছে, প্রতি বছর নিউজিল্যান্ডে তামাকজনিত রোগে আক্রান্ত হয়েছে সাড়ে ৪ হাজার মানুষের মৃত্যু হয়।

তবে অনেকের এর সমালোচনা করেছে।


আরও পড়ুনঃ


২৮ হাজার লিটার দুধ নিয়ে নদীতে ট্যাঙ্কার!

গালি ভেবে গ্রামের নাম মুছে দিলো ফেসবুক

ভারতে যেতে আর বাধা নেই পাকিস্তানি ক্রিকেটারদের

করোনায় কাজ না থাকলেও কর্মীদের পুরো বেতন দিচ্ছেন নেইমার


আবার এই সিদ্ধান্তের ফলে কালোবাজারেও তামাকজাত পণ্যের বড় চাহিদা তৈরি হতে পারে বলে জানিয়েছে তারা।

তবে এই প্রস্তাব আইনে পরিণত হওয়ার আগে এ বিষয়ে নিউজিল্যান্ডের জনগণের মতামত জানতে চাওয়া হয়েছে।

news24bd.tv / নকিব