তিনি পুলিশের বদলে ম্যাজিস্ট্রেট-সাংবাদিক-উকিল-শিক্ষককে আক্রমণ করলে একই হতো

তিনি পুলিশের বদলে ম্যাজিস্ট্রেট-সাংবাদিক-উকিল-শিক্ষককে আক্রমণ করলে একই হতো

Other

বহুদিন আগে আমি লিখছিলাম, কাউকে অপমান করার সেরা দশটা পদ্ধতির দ্বিতীয়টা হচ্ছে, তার পেশা নিয়ে আক্রমণ করা। শতকরা ৯৮ ভাগ ক্ষেত্রে এটা কার্যকর।

ফলে আজ ডাক্তার ভদ্রমহিলা যখন বলছেন, ‘তুই মেডিকেলে চান্স পাস নাই, তাই তুই পুলিশ’, তখনই পরিস্থিতি পুরোপুরি তার কন্ট্রোলে চলে আসে। আর আট/দশ জন পুলিশের মোরাল একসাথে ডাউন হয়ে যায়।

এখানে তিনি পুলিশের বদলে ম্যাজিস্ট্রেট, সাংবাদিক, উকিল, শিক্ষক, ব্যবসায়ী বা অন্য যেকোনো পেশাকে আক্রমণ করলেও ঘটনা একই হতো। এমনকি ওই ভদ্রমহিলা যদি অন্য পেশার হয়ে ডাক্তারদের তাদের পেশা নিয়ে আক্রমণ করতেন, যদি বলতেন, তোরা তো কসাই, তোরা ভদ্রতার কী বুঝবি? ফলাফল একই হতো।


পুলিশের হাতে চিকিৎসক হয়রানি, প্রতিবাদ এফডিএসআরের

সুরা আরাফ ও সুরা আনফালের বাংলা অনুবাদ

নারী ফুটবল দলে করোনার হানা

নিখোঁজের ১১২ দিন পর সেপটিক ট্যাঙ্কে মিলল নারীর লাশ

‘মামুনুলকে গ্রেপ্তারে সরকারের লকডাউন’ যারা বলছেন, তাদের বলছি


শুধু একটা ক্ষেত্রেই এর ব্যতিক্রম আছে। কোনো কবিকে (এক অর্থে সব শিল্পীই) আপনি তাদের পেশা নিয়ে আক্রমণ করে অপমান করতে পারবেন না।

আজ ওই ভদ্রমহিলা যদি কোনো কবিকে বলতেন, ‘তুই মেডিকেলে চান্স পাস নাই, তাই তো কবি’, তাহলে সেই কবি অপমানিত বোধ করা তো দূরে থাক, এটাকে তার লেখালেখির একটা স্বীকৃতি হিসাবে নিয়ে নিতো।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর