জ্বলন্ত বাড়ি থেকে টিয়াপাখি উদ্ধার

জ্বলন্ত বাড়ি থেকে টিয়াপাখি উদ্ধার

অনলাইন ডেস্ক

শুক্রবার (২৩ এপ্রিল) সেহরির সময় রাত ৩টার দিকে পুরান ঢাকার আরমানিটোলায় ছয় তলা হাজী মুসা ম্যানশনের বিভিন্ন ফ্লোরে দাউ দাউ করে জ্বলছে আগুন।

এমন সময়ে মানবতার অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করে আগুন লাগা ভবনের কোন এক বাসিন্দার আটকেপড়া একটি টিয়া পাখি উদ্ধার করে দৃষ্টান্ত স্থাপন করলো ফায়ার সার্ভিস।

এই কাজে অংশ নেয় ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন কর্মী। আটকে পড়া মানুষগুলোর মত অবুঝ পাখিটিও বাঁচার জন্য ডানা ঝাঁপটে বাঁচার জন্য আকুতি জানাচ্ছিল।

ঠিক তখনই সেই আহ্বানে সাড়া দিয়ে খাঁচায় বন্দি পোষা পাখিটিকে উদ্ধারে এগিয়ে যায় দমকলকর্মীরা।

অবশেষে ফায়ার সার্ভিসের ক্রেনে করে আগুন লাগা বহুতল ভবন থেকে জীবিত অবস্থায় নিচে নামিয়ে আনা হয় পাখিটিকে।


আরও পড়ুনঃ


বাঙ্গি: বিনা দোষে রোষের শিকার যে ফল

৫৩ জন নাবিকসহ নিখোঁজ ইন্দোনেশিয়ার সাবমেরিন

ভিক্ষা করে হলেও অক্সিজেন সরবরাহের নির্দেশ ভারতে

১৫ বছর ধরে কাজে যান না, বেতন তুললেন সাড়ে ৫ কোটি টাকা!


উল্লেখ্য, আরমানিটোলায় আবাসিক ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কেমিক্যাল গোডাউনে আগুন লাগার এ ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

news24bd.tv / নকিব