দোকানপাট-শপিংমল খুললেও ক্রেতার চাপ নেই

দোকানপাট-শপিংমল খুললেও ক্রেতার চাপ নেই

অনলাইন ডেস্ক

করোনার সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউনের মধ্যেই আজ থেকে স্বাস্থ্যবিধি মেনে খুলেছে দোকানপাট ও শপিংমল। তবে দোকানপাট-শপিংমল খুললেও তেমন ক্রেতা সমাগম দেখা যায় নি।

সরকারী সিদ্ধান্ত অনুযায়ী রবিবার থেকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে। তবে এক্ষেত্রে শপিংয়ের উদ্দেশ্যে বের হলে মুভমেন্ট পাসের প্রয়োজন হবে।

সরেজমিন দেখা যায়, প্রথম দিন দোকান গোছানোতেই ব্যস্ত ছিলেন অনেকে। সকালের দিকে ক্রেতা সমাগম তেমন ছিল না বললেই চলে।

দায়িত্বরত কয়েকজন পুলিশ কর্মকর্তা বলেন, দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্তে স্বাভাবিকভাবে মানুষের চলাচল বাড়বে। এ ক্ষেত্রে মুভমেন্ট পাস নিয়ে কেউ বের হলো কি না সেটি অকার্যকর হয়ে পড়বে।

উল্লেখ্য, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কমাতে গত ১৪ এপ্রিল থেকে দুই দফায় সারাদেশে কঠোর লকডাউন চলছে যা আগামী ২৮ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।


আরও পড়ুনঃ


ভারতের পাশেই থাকবেন ইমরান খান

ইসরায়েলে করোনায় দৈনিক মৃত্যু নেমে এসেছে শূন্যে

বিজ্ঞানীদের সতর্কবার্তার পরও পাত্তা দেয় নি ভারত

মজার ছলে করোনা ছড়িয়ে বেড়ানোর দায়ে একজন গ্রেপ্তার!


এদিকে দোকানপাট ও শপিংমল খোলায় করোনা বিধিনিষেধ অকার্যকর হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যেই আগের তুলনায় রাজধানীর সড়কে যানবাহন ও মানুষের চাপ বেড়েছে।

এছাড়া চলমান কঠোর বিধিনিষেধ শেষে শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর বিষয়টিও জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

news24bd.tv / নকিব