মৃত্যু পথযাত্রীকে নিয়ে তামাশা, ১০ মাসের কারাদণ্ড

মৃত্যু পথযাত্রীকে নিয়ে তামাশা, ১০ মাসের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

মৃত্যু পথযাত্রী ৪ পুলিশ কর্মকর্তাকে নিয়ে তামাশা করায় রিচার্ড পুসেই নামের এক অস্ট্রেলিয়ান নাগরিককে ১০ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। পুলিশ কর্মকর্তাদের সঙ্গে তার আচরণকে 'নিষ্ঠুর, হৃদয়হীন এবং অসম্মানজনক' আখ্যা দিয়েছেন আদালত।

অপরাধী ধরতে গিয়ে একটি বেপরোয়া লরির সঙ্গে সংঘর্ষে মারা যান ওই চার পুলিশ কর্মকর্তা। ঘটনাস্থলের কাছেই হাজির ছিলেন ৪২ বছর বয়সী রিচার্ড পুসেই।

তিনি গুরুতর আহত কর্মকর্তাদের কাছে গিয়ে তাদের সঙ্গে তামাশা করেন এবং কিছুক্ষণ পর মোবাইলে ভিডিও ধারণ করেন। এরপর বাড়ি চলে যান।


আরও পড়ুনঃ


ভারতে ৭১ বছর পর কোন নারীর ফাঁসি!

ইন্দোনেশিয়ার সাবমেরিনটির ক্রুদের বিদায়ী সঙ্গীত (ভিডিও)

দোকানে খুচরা চুরি করে ধরা খেলেন দুই পাকিস্তানি কূটনীতিক!

দিল্লিতে করোনায় মৃতের সৎকার সংখ্যার সাথে সরকারি সংখ্যার হিসাবে গরমিল


পরে বাড়ি থেতেই তাকে গ্রেফতার করা হয়। মৃত্যুর ঘটনায় তার কোনো ভূমিকা না থাকলেও অসংবেদনশীল আচরণের জন্য তাকে সাজা দেওয়া হয়েছে এবং তার লাইসেন্সও বাতিল করা হয়েছে।

ওই ঘটনায় লরিচালকেরও ২২ বছর সাজা হয়েছে।

এরইমধ্যে ৩০০ দিন জেল খেটে ফেলেছেন রিচার্ড। ফলে তিনি কয়েকদিনের মধ্যেই মুক্তি পাবেন বলে জানিয়েছে বিবিসি।

news24bd.tv / নকিব