তিন ডাক্তারের সেই নৃত্য প্রশংসিত হলো

তিন ডাক্তারের সেই নৃত্য প্রশংসিত হলো

অনলাইন ডেস্ক

তিন ডাক্তারের সেই নৃত্য নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে সংবাদ প্রচারের পর এখন দেশজুড়ে ভাইরাল তিন চিকিৎসক।

তারা হলেন- ডা. শাশ্বত চন্দন, ডা. আনিকা হোসেন খান ও ডাক্তার কৃপা বিশ্বাস।

এবার তাদেরকে আনুষ্ঠানিক অভিনন্দন জানালেন ঢাকা মেডিকেলের জ্যেষ্ঠ চিকিৎসকরা।

বৃহস্পতিবার তাদের সবাইকে ফোন করে নিজ নিজ অফিসে ডেকে নেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. টিটো মিঞা, হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার নাজমুল হক, শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন ও পরিচালক ডা. আবুল কালাম আজাদ।

খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা চলবে সোমবার পর্যন্ত

তারা গোটা কোভিডকে নিয়ে ব্যবসা করেছে: ফখরুল

আসছে তীব্র বেগে কালবৈশাখী ঝড়, বজ্র ও শিলাবৃষ্টির আশঙ্কা

১৬ বছর আগের সিদ্ধান্ত বদল, ‘চির শত্রু’ চীনের সাহায্য নিচ্ছে ভারত

তারা ফুল দিয়ে ও উত্তরীয় পরিয়ে নাচে অংশ নেওয়া তিনজনকে অভিনন্দন জানান।

এসময় ঢাকা মেডিকেলের পরিচালক ও কলেজ অধ্যক্ষ তাদের জানান, তাদের নাচটি গোটা দেশের চিকিৎসক সমাজ ইতিবাচকভাবে নিয়েছেন। এমনকি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও মন্ত্রীসহ অন্য কর্মকর্তারা প্রশংসা করেছেন।

ফুলেল অভিনন্দন জানিয়ে ডা. সামন্ত লাল সেন এই চিকিৎসকদের জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই নাচটি দেখে প্রশংসা করেছেন।

এনিয়ে ব্যতিক্রমী উদ্যোগের একজন ইন্টার্ন চিকিৎসক পরিষদের সহসভাপতি শাশ্বত চন্দন জানান, এমন ইতিবাচক সাড়া পেয়ে তারা খুবই উজ্জীবিত। বিশেষ করে দেশের কিংবদন্তী চিকিৎসকসহ সবার এমন প্রতিক্রিয়া পেয়ে আনন্দিত তারা।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর