কর্মগুলো মূল ইন্জিনের সাথে সংযুক্ত থাকলেই..

কর্মগুলো মূল ইন্জিনের সাথে সংযুক্ত থাকলেই..

Other

ধরুন। বিত্তবান কয়েকজন যাত্রী ট্রেনের ভিআইপি বগি পুরোটাই বুকিং করে নিলো। নিজেদের জন্য। বিলাসী সব সরঞ্জাম।

সাজসজ্জা। নানান খাবার দাবার দিয়ে। বগিটাকে ভর্তি করে নিলো। এসির বাতাসে পরম শান্তিতে।
ফুর্তি করতে করতে যাত্রা শুরুও করলো।

কিন্তু তাদের কেউ গন্তব্যে পোঁছাতে পারলো না!  কারন বগিটা আসলে ট্রেনের ইন্জিনের সাথে যুক্তই ছিল না!
অন্যদিকে সাধারন বগিতে। কিংবা থার্ডক্লাসে টিকেট কেটে। কিংবা ট্রেনের ছাদে। দরজায় ঝুলে। যারা ইন্জিনের সাথে সংযুক্ত বগিতে উঠেছিল। কষ্টকর বা দেরিতে হলেও। একসময় তারা ঠিকই গন্তব্যে পৌঁছে গেলো।

তাই আমাদের কর্ম যত অল্পই হোক। যত সাধারনই হোক। আমাদের সব কর্মগুলো শুধুমাত্র মূল ইন্জিনের সাথে সংযুক্ত থাকতে পারলেই। একসময় না একসময়। অবশ্যই কাঙ্খিত গন্তব্যে পৌঁছানো সম্ভব হবেই।

আর এই মূল ইন্জিনটার নাম হচ্ছে— 
‘লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসুলুল্লাহ’

লেখক : আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ।

news24bd.tv/আলী