করোনামুক্ত হলেও খালেদা জিয়াকে বিদেশে নিতে চাওয়ার কারণ জানালো পরিবার

করোনামুক্ত হলেও খালেদা জিয়াকে বিদেশে নিতে চাওয়ার কারণ জানালো পরিবার

অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ২৭ দিন পর করোনা ‘নেগেটিভ’ হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবুও তাকে বিদেশে নিতে চান তার পরিবার।

এ বিষয়টি নিয়ে রোববার (৯ মে) দেশের শীর্ষ স্থানীয় একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম।  

তিনি বলেন, ‘যেহেতু তার ছেলে, ছেলের স্ত্রী, নাতনীসহ পরিবার রয়েছে লন্ডনে।

এর আগেও তার চিকিৎসা সেখানে হয়েছে, তাই আমরা তাকে লন্ডনেই নিতে চাই। ’ 

গতকাল রাতে তার ফলাফল নেগেটিভ আসে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের একজন এবং বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মোট তিনবার বেগম খালেদা জিয়ার করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছে।

এবারের পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। করোনা মুক্ত হলেও এখন তার পোস্ট করোনার চিকিৎসা চলছে।

এদিকে, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

আজ সকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


নিয়ন্ত্রণ হারানো চীনের রকেট পড়লো ভারত মহাসাগরে

যাত্রীদের চাপ সামলাতে সব ফেরিঘাটে বিজিবি মোতায়েন

অবশেষে করোনামুক্ত হলেন খালেদা জিয়া

কাবুলে স্কুলের পাশে বোমা বিস্ফোরণে নিহত ৫৫


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য  বিদেশে পাঠানোর আবেদনের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকের অভিগত সম্বলিত নথি আইন ও বিভাগের সচিবের দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।  

গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত ৩ মে খালেদাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।

# খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত স্বরাষ্ট্রে

# অবশেষে করোনামুক্ত হলেন খালেদা জিয়া

news24bd.tv নাজিম