বুলেট ও গ্রেনেডে আঁকা আল-কুদস: ফিলিস্তিনিদের শৈল্পিক প্রতিবাদ

বুলেট ও গ্রেনেডে আঁকা আল-কুদস: ফিলিস্তিনিদের শৈল্পিক প্রতিবাদ

Other

ইসরাইলি হামলার প্রতিবাদ জানাতে সোমবার এক অভিনব শৈল্পিক পদ্ধতি অবলম্বন করেছে ফিলিস্তিনিরা।

তারা আল-আকসা বা আল-কুদস মসজিদ প্রাঙ্গণে ইসরাইলের ছোঁড়া রাবার বুলেট ও স্টান গ্রেনেডের খোসা কুড়িয়ে সেগুলো সাজিয়ে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে গম্বুজসহ আল-আকসার নকশা।

আর এর ওপরে আরবি চারুলিপিতে বুলেটের হরফে লিখেছে: আল-কুদস।

ইসলাইলের জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ প্রাঙ্গণে হামলা ও প্রাচীন শেখ জারাহ এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে চলেছে।

পুলিশের হামলার ঘটনাকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় গাজা থেকে ইহুদি বসতি লক্ষ্য রকেট হামলা চালায় হামাস। ফিলিস্তিনের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে এই হামলায় সামিল হয়। এর জবাবে ইসরাইল গাজা উপত্যকায় বিমান হামলা চালায়। news24bd.tv

ফিলিস্তিনের কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় নয় শিশুসহ কমপক্ষে ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এ ছাড়া আহত হয়েছেন আরও ৬৫ জন।

আর ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এই বিমান হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন হামাসের সদস্য। গাজা থেকে দেড় শতাধিক রকেট ছোড়া হয়েছে। এগুলো ‘আয়রন ডোম এরিয়াল ডিফেন্স সিস্টেম’ ব্যবহার করে ঠেকিয়ে দেওয়া হয়েছে।

সোমবারের ওই হামলার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

news24bd.tv তৌহিদ