ঐক্যবদ্ধ মুসলিম বিশ্বের প্রত্যাশায় উদযাপিত হোক এবারের ভিন্নধর্মী ঈদ

ঐক্যবদ্ধ মুসলিম বিশ্বের প্রত্যাশায় উদযাপিত হোক এবারের ভিন্নধর্মী ঈদ

Other

ঈদ মোবারক। করোনার আঘাতে কত মানুষ পৃথিবী থেকে চলে গেছে। কত মানুষ এতটুকু অক্সিজেনের অভাবে মৃত্যুমুখে ছটফট করছে। কত মানুষ আজ সর্বস্বান্ত।

অথচ এই দুঃসময়ে আজ আমরা যারা ঈদ মোবারক বলতে পারছি। তারা কতই না সৌভাগ্যবান। আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। আলহামদুলিল্লাহ।

আমরা যখন আকাশে ঈদের চাঁদের অপেক্ষারত। ফিলিস্তিনিরা তখন আকাশের দিকে চেয়ে আছে ইসরাইলী দূর্বৃত্তের ছোঁড়া বোমার আঘাত থেকে প্রানে বাঁচতে। আমরা যখন ঈদে বাড়ি যাচ্ছি। আলেমরা তখন রিমান্ডে যাচ্ছে।

বিশ্বব্যাপী সকল মজলুম, নিপীড়িত ও অসহায় মানুষগুলোর মুক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া চাই। আমাদের আল্লাহ এক। রাসুল এক। কোরআন এক। তবুও কেন আমরা এক হতে পারছিনা! ঐক্যবদ্ধ মুসলিম বিশ্বের প্রত্যাশায় উদযাপিত হোক এবারের ভিন্নধর্মী পরীক্ষাময় ঈদ।


আরও পড়ুনঃ


গ্রহাণু ঠেকাতে অন্তত পাঁচ বছর সময় লাগবে: নাসা

তাহসান-মিথিলার ‘সারপ্রাইজ’-এর রহস্য উন্মোচন, আড়ালে অন্য কেউ

ধর্ম পরিচয় জানতে চাওয়ার মধ্যে কোন বাহাদুরী বা পৌরুষত্ব নেই

ইসরায়েলের হামলা মানবতাবিরোধী অপরাধ: মিয়া খলিফা


তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

“আল্লাহ আমাদের এবং আপনাদের সৎকর্মগুলো কবুল করুন। "

সবাইকে ঈদ-উল ফিতরের শুভেচ্ছা।

news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক