গণমাধ্যমের সাথে সরকারের দূরত্ব কোনো পক্ষের জন্যই ভালো না

গণমাধ্যমের সাথে সরকারের দূরত্ব কোনো পক্ষের জন্যই ভালো না

Other

সত্য কথা যায় না বলা সহজে। সব সত্যের পিছনে কিছু চরম সত্য থাকে। সেই সত্যকে মেনে নেয়ার সততা-সাহস খুব কম মানুষেরই আছে। আবার সেই সত্যগুলো সবসময় বলাও যায়না।

আমার কাছে সত্য হচ্ছে তাই, যা আমি বিশ্বাস করি। যা আমি দেখি। আমার সত্য’টা দুই পক্ষেরই বিপক্ষে যাবে। কিন্তু বলতে ভয় পাচ্ছি।

কারণ,  সবাই উত্তেজিত। এই সত্যগুলো কোনো পক্ষই এখন নিতে পারবেন না। সবাই এতোটাই উত্তেজিত যে, কোনো পক্ষই নিজের দোষ ও ভূলগুলো দেখতে পাচ্ছেন না। সবাই নিজেকে পুত পবিত্র ভেবে একে অপরকে দায়ী করেই যাচ্ছেন। আয়নাতে কেউই নিজের চেহারাটা দেখছেন না। কিন্তু যে যার অবস্থানে থেকে নিজেদের ভুলগুলো স্বীকার করে নিয়ে সামনের দিকে এগুলেই সমস্যার সমাধান হয়ে যায়।  
কিন্তু বিড়ালের গলায় ঘন্টা’টা বাধবে কে ... হেরেও অনেক সময় জয়ী হওয়া যায়। হার সবসময় লজ্জার নয়।   

গণ মাধ্যমের সাথে সরকারের দূরত্ব কোনো পক্ষের জন্যই ভালো না।

আশরাফুল আলম খোকন, প্রধানমন্ত্রীর সাবে ডেপুটি প্রেস সেক্রেটারি (ফেসবুক থেকে)

news24bd.tv/আলী