সমালোচনার পরদিনই বরখাস্ত হামিদ মীর, স্ত্রী-কন্যাকে হুমকি

সমালোচনার পরদিনই বরখাস্ত হামিদ মীর, স্ত্রী-কন্যাকে হুমকি

অনলাইন ডেস্ক

পাকিস্তানের জিও নিউজ টেলিভিশনের অন্যতম প্রচারে শীর্ষ অনুষ্ঠান ‘ক্যাপিটাল টক’, যার সঞ্চালক বিশ্বখ্যাত সাংবাদিক হামিদ মীর। তবে দেশটির সেনাবাহিনীর সমালোচনা করায় গত সোমবার তাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া তার স্ত্রী ও কন্যাকে হুমকি দেয়ার অভিযোগও জানিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, হামিদ মীর সামরিক বাহিনীর বিরুদ্ধে মিডিয়ায় সেন্সর আরোপ ও সাংবাদিক নির্যাতনের অভিযোগ তুলেছিলেন।

সম্প্রতি সেনাবাহিনীর সমালোচনার পরপরই বাড়িতে আক্রান্ত হন সাংবাদিক আসাদ আলী তুর। তিনি জানান, হামলাকারীদের একজন নিজেকে গোয়েন্দা সংস্থা আইএসআই সংশ্লিষ্ট বলে পরিচয় দেয়। এ নিয়ে কথা বলেছিলেন হামিদ মীর।

তিনি বলেছিলেন, হামলার জবাবে সাংবাদিকেরা কারো বাড়িতে অস্ত্র নিয়ে হামলা করবে না।

তবে তাদের ঘরের ভেতরের খবর প্রকাশ করে দেবেন।

এর পরদিনই অনুষ্ঠান থেকে বাদ পড়ার সিদ্ধান্ত শুনলেন তিনি। তবে এ বিষয়ে কোনো কারণ জানায়নি জিও নিউজ। তারা জানিয়েছে, কিছু সময়ের জন্য তিনি এ অনুষ্ঠানে থাকছেন না।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, সামরিক চাপেই এ সিদ্ধান্ত নিয়ে জিও নিউজ।


আরও পড়ুন


জনসংখ্যা বাড়াতে চীনে তিন সন্তান নীতির অনুমোদন

লাউডস্পিকারে আজান বন্ধের যে ব্যাখ্যা দিল সৌদি আরব

নিরামিষাশী অভিনেতার নামে মাংসের দোকান দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ

তিন মাস বেতন পাবেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীরা


এক টুইটে হামিদ মীর জানান, তিনি আগেও দুইবার নিষেধাজ্ঞার মুখে পড়েছেন, দুইবার চাকরি হারিয়েছেন। হামলা মুখে বেঁচে ফিরেছেন। কিন্তু কেউ তাকে কথা বলা থেকে থামাতে পারেনি। তাই জিও নিউজের ঘটনাও নতুন নয়।

এ ঘটনায় নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বেশ কয়েকটি অধিকার গ্রুপ।  

news24bd.tv / নকিব