মামুনুলকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

মামুনুলকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

অনলাইন ডেস্ক

হেফাজতে ইসলামের হরতালে নারায়ণগঞ্জে মহাসড়কে নাশকতার মামলায় গ্রেফতার দলটির সাবেক যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হককে তিনদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ জেলা শাখা।

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লা থানার ভুইগড় এলাকায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ জেলা শাখার কার্যালয়ে বুধবার (০২ জুন) দুপুর ১২টা থেকে মামুনুল হককে রিমান্ডের জিজ্ঞাসাবাদ কার্যক্রম শুরু হয়।

পিবিআই নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে।

তিনি জানান, তদন্তের প্রয়োজনে মামুনুল হককে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরই ধারাবাহিকতায় বুধবার (০২ জুন) থেকে তাকে তিনদিনের রিমান্ডে নেয়া হয়। পিবিআই নারায়ণগঞ্জ শাখার হেফাজতে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

news24bd.tv/আলী