লাদেনের দেহরক্ষীকে অর্থ সহায়তা দেয় জার্মানি!

লাদেনের দেহরক্ষীকে অর্থ সহায়তা দেয় জার্মানি!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আল কায়েদার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনের সাবেক এক দেহরক্ষীকে জার্মান সরকার প্রতি মাসে ১ হাজার ৪৩০ ডলার সহায়তা দেয়। সামি নামের তিউনিসিয়ান বংশোদ্ভূত ওই দেহরক্ষী এখন জার্মানির বোচামে অবস্থান করছেন।

বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম এ কথা জানিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, সামি তার জার্মান স্ত্রী ও তিন সন্তান নিয়ে ১৯৯৭ সাল থেকে সেখানে বাস করছেন।

যদিও তার মর্যাদা শরণার্থী। আর শরণার্থী হিসেবেই তিনি ওই সহায়তা পান।

নিরাপত্তার কারণে তাকে নিজ দেশেও ফেরত পাঠাতে পারছে না জার্মান সরকার। আবার ২০০৬ সালে তার করা রাজনৈতিক আশ্রয়ের আবেদনও প্রত্যাখ্যান করা হয়েছে।

news24bd.tv

জার্মান নিরাপত্তা কর্মকর্তারা মনে করেন, সামি ১৯৯৯ থেকে ২০০০ সাল পর্যন্ত আফগানিস্তানে আল কায়েদার সন্ত্রাসী ক্যাম্পে প্রশিক্ষণ নেন। আর প্রশিক্ষণের পরই তাকে লাদেনের দেহরক্ষী করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সামিকে নিরাপত্তার জন্য ঝুঁকি মনে করা হয় এবং তাকে প্রতিদিন পুলিশের কাছে রিপোর্ট করতে হয়। যেটা তিনি ২০০৬ সাল থেকে করে আসছেন।

সূত্র: ডেইলি মেইল, ওয়াশিংটন পোস্ট      •       অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর